০১ |
| পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী। |
০২ |
| পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণও রক্ষনাবেক্ষণ। |
০৩ |
| শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত। |
০৪ |
| স্বাস্থ,পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন। |
০৫ |
| কৃষি,মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রমগ্রহণ। |
০৬ |
| মহামারী নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যাবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। |
০৭ |
| কর,ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়। |
০৮ |
| পারিবারিক বিরোধ নিরসন,নারী ও শিশু কল্যান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন। |
০৯ |
| খেলাধুলা,সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগিতা প্রদান। |
১০ |
| পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। |
১১ |
| আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কাযক্রম গ্রহণ। |
১২ |
| জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ। |
১৩ |
| সরকারি স্থান, উন্মুক্ত জায়গা,উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা। |
১৪ |
| ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো। |
১৫ |
| বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ। |
১৬ |
| কবরস্থান,শ্মশান,জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারী সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা। |
১৭ |
| জনপথ,রাজপথ ও সরকারি স্থানে অনথিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাত ও তাহার কারণবন্ধ করা । |
১৮ |
| জনপথ ও রাজপথের ক্ষতি,বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা। |
১৯ |
| গোবর ও রাস্তার আবজর্না সংগ্রহ,অপসারণ ও ব্যাবস্থাপনা নিশ্চিত করা। |
২০ |
| অপরাধ মূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ। |
২১ |
| মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্ত্রণ। |
২২ |
| ইউনিয়নে নতুন বাড়ী,দালান নির্মান ও পুনঃ নির্মান এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রন। |
২৩ |
| কূয়া,পানি তোলার কল,জলাধার,পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ। |
২৪ |
| খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা। |
২৫ |
| খাবার পানির জন্য সংরক্ষিত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল কাপড় কাচাঁ বা পশু গোসর করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
২৬ |
| পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকট বর্তী ন্থানে শন , পাট বা অন্যান্য ভিজানো নিষিদ্ধ নিয়ন্ত্রণ করা। |
২৭ |
| আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
২৮ |
| আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
২৯ |
| আবাসিক এলাকায় ইট,মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মান নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
৩০ |
| অগ্নি,বন্যা,শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ মোতাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহন ও সরকারকে সার্বক্ষনিক সহায়তা প্রদান। |
৩১ |
| বিধবা,এতিম,গরিব ও দুঃস্থ ব্যাক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায্য করা। |
৩২ |
| সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন উৎসাহ প্রদান। |
৩৩ |
| বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহন। |
৩৪ |
| গবাদি পশুর খোয়ার নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষণের ব্যবস্থা করা। |
৩৫ |
| প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা। |
৩৬ |
| ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা,আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনিয় অন্যান্য ব্যবস্থা গ্রহন। |
৩৭ |
| ই-গভর্ণেন্স চালু উৎসাহিতকরণ। |
৩৮ |
| ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ। |
৩৯ |
| সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্ববলী। |
অথ্যাৎ
ইউনিয়ন পরিষদের কার্যাবলী
ইউনিয়ন পরিষদের প্রধান কাযাবলীঃ
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউনিয়ন পরিষদ) আইন/২০০৯ এর ৪৭ ধারায় বর্ণিত ইউনিয়ন পরিষদের প্রধান কার্যাবলী নিম্নরুপ্ঃ
১। প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি
২। জন-শৃংখলা রক্ষা
৩। জন কল্যান মুলক কার্য সম্পর্কিত সেবা এবং
৪।স্থানীয় অর্থনৈতীক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন ।
ঐ আইনের ২য় তপশিলে উল্লিখিত ইউনিয়ন পরিষদের ৩৯ টি কার্যাবলী :
১। পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী
২।পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষনাবেক্ষন
৩।শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত
৪।স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন
৫। কৃষি মংস্য ও পশু পালন ও অন্যান্য অর্থনৈতীক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন ।
৬। মহামারী নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রযোজনীয় কার্য্ক্রম গ্রহন ।
৭।কর,টোল ও ফিস প্রভৃতি ধার্যকরণ ও আদায়ের ব্যবস্থাকরণ ।
৮।পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যান সম্পর্কিত প্রযোজনীয় কার্যক্রম সম্পাদন।
৯। খেলাধুলা,সামাজিক উন্নতী ও সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রযোজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগীতা প্রদান।
১০।পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ।
১১।আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দ্বায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন্ ।
১২। জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ ।
১৩।সরকারী স্থান, উন্মুক্ত জাযগা, উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা ।
১৪।ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো ।
১৫। বৃক্ষরোপন ও সংরক্ষণ এবং বৃক্ষ সম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ ।
১৬। কবরস্থান, শ্মশান, জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারী সম্পত্তির রক্ষনাবেক্ষণ ও পরিচালনা।
১৭।জনপথ ও রাজপথ ও সরকারী স্থানে অধিকার প্রবেশ রোধে এবং এইসব স্থানে উৎপাত ও তাহার কারণ বন্ধ করা ।
১৮। জনপথ ও রাজপথের ক্ষতি, বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা ।
১৯। গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশিচত করা ।
১০। অপরাধমুলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ ।
২১।মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ এবং পশু জবাই নিয়ন্ত্রণ।
২২। ইউনিয়নেনতুন বাড়ী, দালান নির্মান ও পুণঃনির্মান ওবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রণ ।
২৩। কুয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ ।
২৪। খাবার পানির উৎসের দুষণ রোধ এবং জন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করণ ।
২৫ । খাবার পানির জন্য সংরক্ষিত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাচা বা পশু গোসল করানো নিষিদ্ধ করণ ও নিয়ন্ত্রণ ।
২৬। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে মন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ করণ বা নিয়ন্ত্রণ ।
২৭। আবাসিক এলাকায় চামড়া রং করা বা পকা করা নিষিদ্ধ করণ বা নিয়ন্ত্রণ ।
২৮। আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ করণ বা নিয়ন্ত্রণ ।
২৯। আবাসিক এলাকায় ইট বা মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মান নিষিদ্ধ করণ বা নিয়ন্ত্রণ ।
৩০ । অগ্নি, বন্যা শিলাবৃষ্টি সহ ঝড়, ভুমিকম্প বা অন্যান্য প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহণ ও সরকারকে সার্বক্ষণিক সহায়তা প্রদান করা ।
৩১। বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষণ ও সাহায্য করা ।
৩২। সমবায় আন্দোলন ও গ্রামীন শিল্পের উন্নয়নে উৎসাহ প্রদান ।
৩৩। বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করণ ।
৩৪। গবাদি পশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষনাবেক্ষণের ব্যবস্থা করণ ।
৩৫ । প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করণ ।
৩৬। ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা, আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ ।
৩৭। ই-গভর্ণেন্স চালু ও উৎসাহিত করণ ।
৩৮।ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগীতা সম্প্রসারণ ।
৩৯ । সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দ্বায়িত্বাবলী ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS