আমাদের এই সবুজ-শ্যামলা বাংলাদেশ, যার প্রমাণ আমাদের ১১নং ইসলামপুর ইউপির আম বাগান,ধান,পাট,ভুট্রা এবং মেঘলা আকাশ। আসলেই না দেখলে বিশ্বাস করা যাই না যে, এই গরীব বাংলাদেশের সবুজ মাঠটা কত-কত মায়া ভরা, আর তার বুকে শত-শত মানুষ বস-বাস করে আছে। আমাদের ইউপির দক্ষিণ দিকে পদ্মা নদী, উত্তর দিকে মহান্দা নদী। আর মহান্দা নদীর উপর দিয়ে বয়েগেছে মহান্দা ২য় ব্রিজ। পশ্চিমে সুন্দরপুর ইউপি,দক্ষিণে শাহজাহানপুর ইউপি, পূর্বে দেবীনগর ইউপি এবং উত্তরে চাঁপাইসদর। যেন এক বাংলার প্রাণ। এই যেন-তাই ১১নং ইসলামপুর ইউপির গৌরাব।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS