১১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের অর্ন্তগত এলাকাবাসীর অবহেলিত,লাঞ্চিত,অপদস্ত,অসহাত্ব এই খেলার মাঠ। যা একদিন মিঞা সাহেবের দানের ফসল হিসাবে তেররশিয়া গ্রামের খেলা প্রেমিক যুবকগণ বুক ভরা আশার ফলক হিসাবে গ্রহণ করেছিল। কিন্তু আজ সেই আশা, দূরাশার বাণী হয়ে দাড়িয়েছে। কারণ মাঠটির চারপার্শ্বে গর্ত আর দোকানে দখল করে, প্রায় শেষের দিকে।যার ফলে এলাকার খেলা প্রেমিক যুবক মাথায় হাত দিয়ে অসহাত্বের প্রহর গুণছে।তেররশিয়া গ্রামের একমাত্র বিনেদন মূলক মাঠ, তাও আবার ধ্বংসের মুখে ছুই-ছুই।তাই উপর মহলের মহোদয়গণের নিকট আকুল হৃদয়ের, ব্যাকুলতা যে, আমরা আমাদের খেলার মাঠটি ফিরে পেতে চাই।আর কি?
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS