Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র

ইসলামপুর ইউনিয়ন স্বাস্থ্য বিভাগ:

 

১১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ এ স্বাস্থ্য কর্মীদের তালিকা নিন্মরুপ

 

১। চাটাইডুবী পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র,

পরিবার কল্যান সহকারী হচ্ছে ০৫ জন

ক) মোসাঃ আয়েশা নাজনিন,

থ) মোসাঃ সুফিয়া খাতুন,

গ) মোসাঃ লুৎফন নেসা,

ঘ) মোসাঃ মাসতুরা পারভীন,

ঙ) মোসাঃ সোখিনা খাতুন।

 

২। তেররশিয়া কমিনিউটি ক্লিনিক,

ক)মোঃ মুনজুর আলী স্বাস্থ্য সহকারী (H.A)

খ) মোঃ মোয়াজ্জেম হোসেন (সি.এইচ.সি.পি)

 

 

৩। বাইয়াপাড়া কমিনিউটি ক্লিনিক,

ক) মোঃ শফিকুল ইসলাম স্বাস্থ্য সহকারী (H.A)

খ) মোঃ কফিল উদ্দীন (সি.এইচ.সি.পি)

 

৪। জয়নাল আবেদীন কমিনিউটি ক্লিনিক।

ক) মোঃ দেলহাজ আলী(H.A)

থ) মোঃ রুহুল আমিন(সি.এইচ.সি.পি

 

স্বাস্থ্য বিভাগ কর্মচারী:

১। ইপি আই এক্ষে মোট ৮টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় শিশুদের যাদের বয়স ১.৫ মাস থেকে ১ বছরের মধ্যে টিকাগুলি নিম্নরুপ:

১। পোলিও, ২। যক্ষা, ৩। ডিপথেরিয়া, ৪। টিটেনাস, ৫। পাটুলিস, ৬। জনডিস, ৭। নিওমোনিয়া, ৮। হাম।

২। যক্ষা ও কুষ্ঠ : ৩। আসোনিককসিস, ৪। ডায়রিয়া, ৫। ফাইলেরিয়া, ৬। কৃমি, ৭। ভিটামিন এ ৮। এন আই ডি, ৯। পারালাইসিস, ১০। হাম, ১১। স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি।

এছাড়া স্বাস্থ্য বিভাগীয় প্রতিটি বিষয়ে আমাদের স্বাস্থ্য সহকারীগন বারঘরিয়া ইউপির সাবেক ৩টি ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন। চামাগ্রাম কমিউনিটি ক্লিনিক ও দেওয়ানপাড়া কমিউনিটি ক্লিনিকে ১জন করে স্বাস্থ্য সহকারী মানুষের মাঝে সেবা দিচ্ছে।যা মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

টিকা দেওযার বার: সমবার ও বৃহস্পতিবার

প্রতিটি সাবেক ওয়ার্ডে ৮টি টিকা কেন্দ্র রয়েছে। সাবেক ৩টি ওযার্ডে মোট ২৪টি টিকা কেন্দ্র রযেছে।স্বাস্থ্য সহকারীগন সরকারী ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে ২.৩০ মি পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে মানষের মাঝে স্বাস্থ্যে সেবা দিয়ে থাকেন।