Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন
অফলাইন/অনলাইন সেবা • ভিবিন্ন সরকারী ফরম • সরকারী সার্কুলার, বিধি, বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ডকুমেন্ট • জন্ম নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদকরণ, নাগরিকত্ব সার্টিফিকেট • স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিওভুক্তির তথ্য • ভিজিএফ/ভিজিডি কার্ডধারীদের তালিকা • এসএসসি/এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন সরকারি পরীক্ষার ফলাফল • সরকারের বিভিন্ন বিভাগের তালিকা ও কার্মপরিধি, পরিসংখ্যান ব্যুরো এবং সরকারী-বেসরকারী সংস্থার বিভিন্ন জরিপ • প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিবরণ • কর্মসংস্থান বিষয়ক তথ্য • ইন্টারনেট ও মোবাইলের মাধ্যমে বিশেষজ্ঞদের মতামত জানার সুযোগ • ইউনিয়ন পরিষদের সেবাসমূহ (সিটিজেন চার্টার) • জনগণের মৌলিক অধিকার সম্পর্কিত তথ্য। জীবিকাভিত্তিক তথ্য • কৃষি- আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার-কীটনাশক প্রয়োগ, ফসলে পোকামাকড়ের সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত তথ্য। • স্বাস্থ্য- রোগের লক্ণ, রোগ প্রতিরোধ, হাসপাতাল, চিকি*সক, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পতর্কিত তথ্য। • শিক্ষা- শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বৃত্তি, শিক্ষা ঋণ সম্পর্কিত তথ্য আইন ও মানবাধিকার বিষয়ক তথ্য। • ক্ষুদ্র শিল্প স্থাপন ও পরিচালনা সম্পর্কিত তথ্য • সর্বশেষ বাজার পরিস্থিতি সম্পর্কিত তথ্য। বাণিজ্যিক সেবা • ইন্টারনেট ব্রাউজিং • ই-মেইল আদান-প্রদান • ইন্টারনেটের মাধ্যমে সংবাদপত্র পাঠ করা • মোবাইল ফোন ব্যবাহার করা • ভিডিও কনফারেন্সিং • মোবাইর রিচার্জ করা • কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিং করা • ছবি তোলা • লেমিনেটিং করা • স্ক্যানিং করা • ভিডিও প্রদর্শিনী • কম্পিউটার প্রশিক্ষণ • আত্বকর্মসংস্থানমূলক বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ। আমার তথ্য সেবা কেন্দ্র থেকে প্রতিদিন অন্য সেবার পাশাপাশি ডিজিটাল ফ্লেক্সিলোড এখন প্রায় ১৫/২০ জন সেবা নিচ্ছে। তাও আবার আমার এই সেবা দিতে পরিশ্রম এমন কি প্রতি দিন ১কিঃ পায়ে হেটে পরিষদে আসতে হয় এবং যতদুর পারি এই উক্ত সেবা সমূহ জনসাধারণের দ্বারপ্রান্তে পৌছানোর চেষ্ট করে থাকি। আমি প্রায় দুই বছর যাবত এই তথ্য ও সেবা কেন্দ্রে অক্লান্ত পরিশ্রম দিয়ে কাজ আসছি। জানিনা